মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৫০৮
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং-৫০৮
হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ). ইরশাদ করেনঃ তোমাদের সন্তান-সন্তুতি তোমাদেরই উপার্জন, তোমাদের জন্য আল্লাহর দান। আল্লাহর যাকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দান করেন।
হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ). ইরশাদ করেনঃ তোমাদের সন্তান-সন্তুতি তোমাদেরই উপার্জন, তোমাদের জন্য আল্লাহর দান। আল্লাহর যাকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দান করেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوْلَادَكُمْ مِنْ كَسْبِكُمْ، وَهِبَةُ اللَّهِ لَكُمْ، يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا، وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ»
হাদীসের ব্যাখ্যা:
হাকিম মুসতাদারাকে হযরত আয়েশা (রা) কর্তৃক হাদীস বর্ণনা করেছেন। বায়হাকী এটার সনদ সহীহ বলেছেন।
