মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২২. আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮১
আত্মাকে নরমকারী কথাবার্তা
হাদীস নং- ৪৮১
হযরত নুমান ইব্ন বশীর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : মানুষের (দেহের) মধ্যে একটি গোশতের টুকরা আছে। যখন এটা সুস্থ ও সঠিক থাকে, তখন তার সমস্ত দেহ সুস্থ থাকে। যখন এটা অসুস্থ হয়, তখন সমস্ত দেহ অসুস্থ হয়ে পড়ে। সাবধান হও! এটা (গোশতের টুকরা) হলো দিল বা আত্মা।
হযরত নুমান ইব্ন বশীর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : মানুষের (দেহের) মধ্যে একটি গোশতের টুকরা আছে। যখন এটা সুস্থ ও সঠিক থাকে, তখন তার সমস্ত দেহ সুস্থ থাকে। যখন এটা অসুস্থ হয়, তখন সমস্ত দেহ অসুস্থ হয়ে পড়ে। সাবধান হও! এটা (গোশতের টুকরা) হলো দিল বা আত্মা।
عَنِ الْحَسَنِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ فِي الْإِنْسَانِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ بِهَا سَائِرُ الْجَسَدِ، وَإِذَا سَقِمْتَ سَقِمَ بِهَا سَائِرُ الْجَسَدِ، أَلَا وَهِيَ الْقَلْبُ»
হাদীসের ব্যাখ্যা:
মানুষের দেহের মধ্যে দিল বা আত্মা হলো এমন একটি বস্তু যার উপর সমস্ত দেহের সুস্থতা নির্ভর করে। কেননা আমলসমূহের ভালমন্দ নিয়্যত ও বিশ্বাসের উপর নির্ভর করে । এবং নিয়্যতের উৎস হলো দিল বা আত্মা। তাই সমস্ত দেহের মধ্যে এটাই হলো সর্বশ্রেষ্ঠ। যদি এটা সঠিক হয়ে যায়, তাহলে সমস্ত কিছু ঠিক থাকে, আর এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে।
