মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৭
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৭৭

হযরত আনাস (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তা'আলা অসহায় ও উদ্বিগ্ন ব্যক্তির প্রার্থনাকে খুব পছন্দ করেন।
عَنْ أَنَسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ اللَّهَ يُحِبُّ إِغَاثَةَ اللَّهْفَانِ»

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি কোন দুঃখী ও বিপদগ্রস্থ মানুষের সমব্যথী হয় ও তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে এবং সাহায্য করে ও তার বিপদ দূর করে, এরূপ ব্যক্তিকে আল্লাহ্ তা'আলা খুব পছন্দ করেন। কেননা তিনি নিজেও বিপদগ্রস্থ লোকদের সাহায্যকারী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান