মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৪
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৭৪

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তোমার নিকট পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শ দাও। যদি তুমি এটা না কর, তাহলে তুমি তার অধিকারের মধ্যে খেয়ানত করলে।
عَنْ شَيْبَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَمَّنْ حَدَّثَهُ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَشَارَكَ، فَأَشِرْهُ بِالرُّشْدِ، فَإِنْ لَمْ تَفْعَلْ، فَقَدْ خُنْتَهُ».

হাদীসের ব্যাখ্যা:

মূল কথা হলো, যার নিকট পরামর্শ চাওয়া হয়, তাকে আমানতদার মনে করা হয়। এবং তার উপর পূর্ণ ভরসা করা হয়। যদি এখন ঐ ব্যক্তি অবিশ্বাসের প্রমাণ দেয় এবং সঠিক ও উত্তম পরামর্শ না দিয়ে কৃপণতা করে অথবা ভুল পথ প্রদর্শন করে, তাহলে সে খেয়ানতকারী হয়ে যাবে। এ জন্য হুযূর (সা) এরূপ ব্যক্তিকে খেয়ানতকারী বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৭৪ | মুসলিম বাংলা