মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭২
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৭২

হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। এক ব্যক্তি তাঁর নিকট এসে একটি সওয়ারী চাইলেন। তিনি বললেন : আমার নিকট এমন কোন সওয়ারী নেই যা আমি তোমাকে দিতে পারি। অবশ্য আমি তোমাকে এমন ব্যক্তির কথা বলতে পারি যে তোমাকে সওয়ারী দেবে। অমুক গোত্রের কবরস্থানে যাও, সেখানে একজন আনসারী যুবককে দেখতে পাবে যে তার সাথীদের সাথে তীরন্দাযী করছে। তার সাথে একটি উট রয়েছে। তুমি তার নিকট সেটা চাও। সে তোমাকে এটা দিয়ে দেবে। সুতরাং ঐ ব্যক্তি সেখানে গমন করল। সেখানে পৌঁছে দেখতে পেল, ঐ যুবক তার সাথীদের সাথে তীরন্দাযী খেলায় ব্যস্ত। ঐ ব্যক্তি আনসারী যুবককে নবী করীম (ﷺ)-এর নির্দেশের কথা বর্ণনা করলেন। আনসারী যুবক তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করল যে, বাস্তবেই কি রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ বলেছেন? ঐ ব্যক্তি দুই অথবা তিনবার কসম করলেন। তখন আনসারী তাকে উটটি দিয়ে দিলেন। অতঃপর তিনি উট নিয়ে নবী করীম (ﷺ)-এর খিদমতে হাযির হলেন এবং তাঁর নিকট সমস্ত কথা বর্ণনা করলেন। তখন নবী করীম (ﷺ) বলেন: ভালকাজের প্রতি পথ প্রদর্শনকারী ব্যক্তি ভাল কাজকারীর ব্যক্তির সমান সওয়াব পাবে।
অন্য এক রিওয়ায়েতে আছে, এক ব্যক্তি হুযূর (ﷺ)-এর নিকট হাযির হয়ে একটি সওয়ারী চাইলেন। তিনি বললেন। আল্লাহর শপথ! তোমাকে দেওয়ার মত কোন সওয়ারী আমার নিকট নেই। তবে তুমি অমুক গোত্রের কবরস্থানে যাও, সেখানে একজন আনসারী যুবককে দেখতে পাবে, সে তার সঙ্গীদের সাথে তীরন্দাযী করছে। তখন ঐ ব্যক্তি কবরস্থানে গিয়ে পৌঁছল, যেখানকার ঠিকানা রাসূলুল্লাহ (ﷺ) তাকে দিয়েছিলেন এবং আনসারী যুবককে পেয়ে তার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আনসারী তার নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করল। সে বলল, শপথ ঐ আল্লাহর, যিনি ব্যতীত কোন মা'বূদ নেই। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তোমারই নিকট পাঠিয়েছেন। তখন আনসারী তাকে উটটি দিয়ে দিল। ঐ ব্যক্তি উট নিয়ে নবী করীম (ﷺ)-এর নিকট হাযির হলেন। নবী করীম (ﷺ) তাকে বললেন : এবার চলে যাও, নিশ্চয়ই উত্তম ও নেককাজের দিকে পথপ্রদর্শনকারী ঐ কাজে আমলকারীর মতই পূণ্যলাভ করবে।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " جَاءَهُ رَجُلٌ فَاسْتَحْمَلَهُ، فَقَالَ: مَا عِنْدِي مَا أَحْمِلُكَ عَلَيْهِ، وَلَكِنْ سَأَدُلُّكَ عَلَى مَنْ يَحْمِلُكَ، انْطَلِقْ إِلَى مَقْبَرَةِ بَنِي فُلَانٍ، فَإِنَّ فِيهَا شَابًّا مِنَ الْأَنْصَارِ يَتَرَامَى مَعَ أَصْحَابٍ لَهُ وَمَعَهُ بَعِيرٌ لَهُ، فَاسْتَحْمِلْهُ، فَإِنَّهُ سَيَحْمِلُكَ، فَانْطَلَقَ الرَّجُلُ، فَإِذَا بِهِ يَتَرَامَى مَعَ أَصَحابٍ لَهُ، فَقَصَّ عَلَيْهِ الرَّجُلُ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَحْلَفَهُ بِاللَّهِ، لَقَدْ قَالَ هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ لَهُ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا، ثُمَّ حَمَلَهُ، فَمَرَّ بِهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: فَأَخْبَرَهُ الْخَبَرَ.
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْ، فَإِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ» ، وَفِي رِوَايَةٍ: أَنَّ رَجُلًا جَاءَ يَسْتَحْمِلُهُ، فَقَالَ: وَاللَّهِ، مَا عِنْدِي مِنْ شَيْءٍ أَحْمِلُكَ عَلَيْهِ، وَلَكِنِ انْطَلِقْ فِي مَقْبَرَةِ بَنِي فُلَانٍ، فَإِنَّكَ سَتَجِدُ ثَمَّةَ شَابًّا مِنَ الْأَنْصَارِ يَتَرَامَى مَعَ أَصْحَابٍ، فَاسْتَحْمِلْهُ، فَإِنَّهُ سَيَحْمِلُكَ، فَانْطَلَقَ الرَّجُلُ حَتَّى أَتَى الْمَقْبَرَةَ الَّتِي قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَصَّ عَلَيْهِ الْقِصَّةَ، فَاسْتَحْلَفَهُ، فَقَالَ: وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَنِي إِلَيْكَ.
فَأَعْطَاهُ بَعِيرًا لَهُ، فَانْطَلَقَ بِهِ الرَّجُلُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْ فَإِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ»

হাদীসের ব্যাখ্যা:

আঁ হযরত (সা) স্বীয় পবিত্র সত্তার দিকে ইঙ্গিত করেছেন। যেহেতু তিনি উত্তম কাজের দিকে পথ-প্রদর্শন করেছেন এবং আবেদনকারীকে এমন এক ব্যক্তির সংবাদ দিয়েছেন যার কাছ থেকে তার উদ্দেশ্য সফল হবে। তাই হুযূর (সা)-ও সে সওয়াব পাবেন যা আনসারী উট দান করে লাভ করেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান