মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭০
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৭০


হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কল্যাণমূলক কাজের প্রতি পথপ্রদর্শনকারী ব্যক্তি (পুরস্কারের ব্যাপারে) আমলকারী ব্যক্তির অনুরূপ বলে গণ্য।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ»

হাদীসের ব্যাখ্যা:

দারে কুতনী ও অন্যান্য গ্রন্থে হযরত ইব্ন আব্বাস (রা) থেকে মরফু হাদীস বর্ণিত আছেঃ
كل معروف صدقة والدال على الخير كفاعله والله يحب إغاثة اللهفان
“প্রত্যেকটি ভাল কাজ হলো সদকা। কল্যাণের দিকে পথ প্রদর্শনকারী তার আমলকারীর সমান ফল পাবে। আল্লাহ্ তা'আলা যে বিপদগ্রস্থ লোককে সাহায্য করে, তাকে মহব্বত করেন।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান