মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২২. আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৩
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬৩
হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালের উপর বিশ্বাস করে, তার জন্য গোসলখানায় লুঙ্গী ব্যতীত প্রবেশ করা জায়েয নয় এবং যে ব্যক্তি স্বীয় সতর (নাভী থেকে হাঁটু পর্যন্ত) গোপন না রাখে, তার উপর আল্লাহ, তাঁর ফিরিশতা এবং সমস্ত সৃষ্টির পক্ষ থেকে লা'নত বৰ্ষিত হয়।
হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালের উপর বিশ্বাস করে, তার জন্য গোসলখানায় লুঙ্গী ব্যতীত প্রবেশ করা জায়েয নয় এবং যে ব্যক্তি স্বীয় সতর (নাভী থেকে হাঁটু পর্যন্ত) গোপন না রাখে, তার উপর আল্লাহ, তাঁর ফিরিশতা এবং সমস্ত সৃষ্টির পক্ষ থেকে লা'নত বৰ্ষিত হয়।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَدْخُلَ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ لَمْ يَسْتُرْ عَوْرَتَهُ مِنَ النَّاسِ، كَانَ فِي لَعْنَةِ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالْخَلْقِ أَجْمَعِينَ»
হাদীসের ব্যাখ্যা:
নির্লজ্জতা ও নির্ভয়তার সাথে লোকজনকে স্বীয় সতর দেখানো আল্লাহ্ তা'আলার অত্যন্ত অসন্তুষ্টির কারণ। অতঃপর এ ধরনের লোকজনের উপর ফিরিশতা এবং আল্লাহর সৃষ্টির অভিশাপ পতিত হবে।
