মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২২. আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬২
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬২
হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) علم نجوم বা জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দিতে ও শিক্ষা করতে নিষেধ করেছেন।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) علم نجوم বা জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দিতে ও শিক্ষা করতে নিষেধ করেছেন।
عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّظَرِ فِي النُّجُومِ»
হাদীসের ব্যাখ্যা:
জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা ও চিন্তায় মগ্ন হওয়া শরীয়তের দৃষ্টিতে অন্যায়। দায়লামী হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, জ্যোতির্বিজ্ঞানকে পর্যবেক্ষণকারী এরূপ, যেমন- সূর্যের গোলকের দিকে দর্শনকারী। এর দিকে যে পরিমাণ দেখবে, ততটুকু দৃষ্টি শক্তি দুর্বল হয়ে যাবে। দারে কুতনী হযরত ইব্ন উমর (রা) থেকে মরফূ হাদীস বর্ণনা করেন যে, শুষ্ক ও নৌপথে অন্ধকারে দিক নির্ণয়ের জন্য যতটুকু প্রয়োজন, তোমরা ততটুকু জ্যোতির্বিজ্ঞান শিখতে পার। কিন্তু অতিরিক্ত শিক্ষা থেকে বিরত থাক। অর্থাৎ পার্থির কাজকর্ম ও পথ এবং অন্যান্য বিষয়ে অবহিত হওয়া জায়েয আছে। যেমন আল্লাহ তা'আলা বলেছেন: اِنَّكُمْ لَمُهْتَدُونَ (নিশ্চয়ই তোমরা পথের সন্ধান পাবে।) এতে সম্পূর্ণ প্রবেশ করা বা গ্রহণ করা সঠিক নয়। মুসলিম ও আবূ দাউদে বর্ণিত আছে, যে ব্যক্তি জ্যোতির্বিজ্ঞান শিক্ষা করল, সে যেন যাদুবিদ্যা শিক্ষা করল।
