মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৫১
আদব বর্ণনা
হাদীস নং- ৪৫১

হযরত যিয়াদ (রাহঃ) থেকে মরফু হাদীসে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) প্রত্যেক মুসলমানের কল্যাণ ও উপকার করার নির্দেশ দান করেছেন।
عَنْ زِيَادٍ يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَمَرَ بِالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

হাদীসের ব্যাখ্যা:

(نصح) শব্দের অর্থ خلوص কিন্তু এখানে অর্থ হলো কল্যাণ করা, অন্যের কল্যাণ করা। সৎ নিয়্যতে আন্তরিকতার প্রেরণা নিয়ে নিষ্কলুষ প্রেম ও মহব্বতের মধ্যেই সব কিছু নিহিত। বরং গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, সম্পূর্ণ দীন এ অর্থের মধ্যেই লুক্কায়িত ও নিহিত। তাই মুসলিম শরীফে মরফু হাদীস বর্ণিত আছে, الدين النصيحة (দীন সম্পূর্ণই নসীহত)। রাসূল (সা) কথাটি তিনবার বলেছেন। সাহাবাগণ আরয করলেন, কার জন্য? তিনি বললেনঃ আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য এবং তাঁর রাসূলের জন্য। আয়িম্মায়ে মুসলিমীন ও সাধারণ মুসলমানের জন্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৫১ | মুসলিম বাংলা