মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৪৯
আদব বর্ণনা
হাদীস নং- ৪৪৯

হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ وَمَالُكَ لِأَبِيكَ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ব্যাখ্যা আবূ দাউদ ও ইব্ন মাজায় বর্ণিত হয়েছে যে, নবী করীম (সা)-এর নিকট এক ব্যক্তি আগমণ করে আরয করে, হে আল্লাহর রাসূল! আমার নিকট সম্পদ আছে এবং আমার পিতাও আছেন কিন্তু তিনি অভাবী। তখন তিনি বললেনঃ তুমি এবং তোমার মাল তোমার পিতার। অবশ্য তোমার সন্তান তোমার পবিত্র উপার্জন। সুতরাং তুমি তোমার সন্তানের উপার্জন থেকে পানাহার কর। এ হাদীস দ্বারা এটা প্রতীয়মান হয় যে, যদি পিতা তার জীবনের হিফাযতের জন্য স্বীয় পুত্রের অবর্তমানে তার অনুমতি ব্যতীত তার ধন-সম্পদ ব্যয় করে,তা হলে এতে কোন দোষ নেই।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৪৯ | মুসলিম বাংলা