মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৪৮
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪৮

হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা'আলা হলেন সালাম (শান্তি) এবং সালাম বা শান্তি তাঁর থেকেই এসে থাকে।
عَنْ حَمَّادٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، وَمِنْهُ السَّلَامُ»

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ তা'আলার সালাম হওয়ার অর্থ এই যে, তাঁর পবিত্র সত্তা ও গুণাবলী সমস্ত পরিবর্তন-পরিবর্ধন, দোষত্রুটি থেকে পবিত্র ও নিরাপদ। আল্লাহ্ তা'আলার সালাম হওয়ার অর্থ এই যে, বালা-মুসীবত ও বিপদ-আপদ থেকে হিফাযত ও নিরাপত্তার জন্য একমাত্র তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করা যায়। সুতরাং রোগ থেকে মুক্তির জন্য তাঁর কাছেই সাহায্য চাওয়া হয়। এ দিক থেকে এ হাদীসটি হাদীসের অধ্যায়ের সাথে সামঞ্জস্য রয়েছে।