মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৪৩
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪৩

হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকালে তিনবার أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ (আমি আশ্রয় প্রার্থনা করি আল্লাহর পূর্ণ কালেমা দ্বারা) পাঠ করে, তা হলে সন্ধ্যা পর্যন্ত তাকে বিচ্ছু দংশন করবে না এবং যে ব্যক্তি সন্ধ্যায় এ কালেমা পাঠ করবে, তাকে ভোর পর্যন্ত বিচ্ছু দংশন করবে না।
অন্য এক রিওয়ায়েতে আছে, যে ব্যক্তি أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ ভোরে সূর্য উদয়ের পূর্বে তিনবার পাঠ করবে, তাকে ঐ দিন বিচ্ছু দংশন করবে না। যে ব্যক্তি সন্ধ্যায় এ কালেমা পাঠ করবে, সে রাতে বিচ্ছু তাকে কোন ক্ষতি করতে পারবে না।
عَنِ الْهَيْثَمِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ يَضُرَّهُ عَقْرَبٌ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَ حِينَ يُمْسِي لَمْ يَضُرَّهُ عَقْرَبٌ حَتَّى يُصْبِحَ "، وَفِي رِوَايَةٍ، قَالَ: " مَنْ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ حِينَ يُصْبِحَ، قَبْلَ طُلُوعِ الشَّمْسِ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ يَضُرَّهُ عَقْرَبٌ يَوْمَئِذٍ، وَإِذَا قَالَهَا حِينَ يُمْسِي لَمْ يَضُرَّهُ عَقْرَبٌ لَيْلَتَهُ "

হাদীসের ব্যাখ্যা:

মুসনাদ ছাড়াও এ হাদীস অন্যান্য গ্রন্থে বর্ণিত আছে। ইব্‌ন আবদুল বার তামহীদ নামক গ্রন্থে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যেব (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এ বিষয় অবহিত হয়েছি যে, যে ব্যক্তি সন্ধ্যায় سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ পাঠ করবে, বিচ্ছু তাকে দংশন করবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৪৩ | মুসলিম বাংলা