মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৩৮
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৩৮

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা প্রত্যেক রোগের ঔষধ তৈরী করেছেন। সুতরাং যখন রোগের সঠিক ঔষধ পাওয়া যায়, তখন আল্লাহর ফযলে মানুষ সুস্থ হয়ে যায়।
مُقَاتِلُ بْنُ سُلَيْمَانَ: عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِكُلِّ دَاءٍ جَعَلَ اللهُ تَعَالَى دَوَاءً، فَإِذَا أَصَابَ الدَّاءَ دَوَاءٌ بَرِئَ بِإِذْنِ اللهِ».

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আহমদ ও মুসলিম হযরত জাবির (রা) থেকে একই হাদীস বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন