মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৩৬
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৩৬

হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা এক বান্দার জন্য বেহেশতে উঁচু মর্যাদা নির্ধারণ করে দেন। কিন্তু ঐ মর্যাদায় পৌঁছার মত তার আমল নেই। তখন আল্লাহ তা'আলা তাকে সব সময়ের জন্যে রোগে আক্রান্ত করে রাখেন। ফলে ঐ ব্যক্তি ঐ মর্যাদায় পৌঁছে যায়।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَيَكْتُبُ لِلْإِنْسَانِ الدَّرَجَةَ الْعُلْيَا فِي الْجَنَّةِ، وَلَا يَكُونُ لَهُ مِنَ الْعَمَلِ مَا يَبْلُغُهَا، فَلَا يَزَالُ يَبْتَلِيهِ اللَّهُ حَتَّى يَبْلُغَهَا»

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবূ দাউদ ও ইমাম আহমদ মুহাম্মদ ইব্ন খালেদ আস-সুলামী থেকে, তিনি তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন, নবী করীম (সা) বলেছেন : যখন আল্লাহ তা'আলা কোন বান্দার জন্য বেহেশতে উচ্চ মর্যাদা পূর্ব থেকে লিপিবদ্ধ করে থাকেন কিন্তু ঐ মর্যাদা পর্যন্ত সে নিজের আমল দ্বারা পৌঁছতে না পারে, তখন আল্লাহ্পাক তার জীবন, ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি দ্বারা তাকে পরীক্ষা করেন এবং তাকে ধৈর্য দান করেন। ফলে ঐ বান্দা তার জন্য লিপিবদ্ধকৃত মর্যাদায় পৌঁছে যায়। তিরমিযী শরীফে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, মুমিন নারী-পুরুষ তাদের জীবন, ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি দ্বারা বিপদে পতিত হয়ে থাকে এবং ধৈর্য ধারণের ফলে সে আল্লাহর সাথে এমনিভাবে মিলিত হয় যে, তার কোন গুনাহ্ থাকে না।