মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪৩৫
দাড়ির চতুষ্পার্শ্ব ও কিনারা (ছেঁটে) ঠিক করা
হাদীস নং- ৪৩৫

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাদের চুলের মধ্যে পশম মিলানোর মধ্যে কোন অসুবিধা নেই। অবশ্য চুলের সাথে চুল সংযোজন করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। অন্য এক রিওয়ায়েতে আছে, যদি মাথার উপর চুল না থাকে, তা হলে মিলানো জায়েয আছে।
عَنْ أُمِّ ثَوْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ قَالَ: «لَا بَأْسَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ شَعْرَهَا بِالصُّوفِ، إِنَّمَا هِيَ بِالشَّعْرِ» ، وَفِي رِوَايَةٍ: «بِالْوَصْلِ إِذَا لَمْ يَكُنْ شَعْرًا بِالرَّأْسِ»

হাদীসের ব্যাখ্যা:

মহিলাদের চুলের সাথে চুল সংযোজন করা বুখারীর এক রিওয়ায়েতে হারাম বলা হয়েছে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৩৫ | মুসলিম বাংলা