মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০৪
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
পশুকে নিশানা বানিয়ে এর প্রতি তীর নিক্ষেপ করা নিষিদ্ধ
হাদীস নং- ৪০৪

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন জন্তুকে নিশানা বানিয়ে এর প্রতি তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُجْثَمَةِ»

হাদীসের ব্যাখ্যা:

مجثمه হলো ঐ জন্তু যা সামনে বেঁধে তীর নিক্ষেপের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। এরূপ করার জন্য যদি তা মরে যায়, তা হলে এটা খাওয়া হারাম। বুখারী শরীফে হিশাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হযরত আনাস (রা)-এর সাথে হিকাম ইব্ন আইউবের নিকট গমন করি। হযরত আনাস (রা) কয়েকজন যুবককে দেখতে পেলেন যে, একটি জীবিত মুরগীকে সামনে রেখে এটাকে লক্ষ্যবস্তু স্থির করে খেলা করছে। হযরত আনাস (রা) বললেন, নবী করীম (সা) চতুষ্পদ জীবিত জন্তুকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা থেকে নিষেধ করেছেন। মুসলিম শরীফে যবেহ অধ্যায়ে এবং আবূ দাউদে আযাহী অধ্যায়ে এ হাদীস বর্ণনা করেছেন। মোট কথা প্রায় একই বিষয়ে অন্যান্য হাদীসের কিভাবেও হাদীস বর্ণিত আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান