মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০২
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
টিডিড বা ফড়িং খাওয়ার ব্যাপারে অধিকার দেয়া হয়েছে।
হাদীস নং- ৪০২

হযরত আয়েশা বিনতে আজরদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভূপৃষ্ঠের উপর আল্লাহ তা'আলার সবচেয়ে বড় বাহিনী হলো টিড্ডি বা ফড়িং। আমি তা নিজে খাই না এবং তা হারামও করি না।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
قَالَ: سَمِعْتُ عَائِشَةَ بِنْتَ عَجْرَدٍ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَكْثَرُ جُنْدِ اللَّهِ فِي الْأَرْضِ الْجَرَادُ، لَا آكُلُهُ وَلَا أُحَرِّمُهُ»

হাদীসের ব্যাখ্যা:

ইমাম নববী (র) বলেন, টিড্ডি হালাল হওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে। ইবনুল আবাবী স্পেনের টিড্ডি এ বিধান থেকে পৃথক করেছেন। কেননা এগুলো শুধু অনিষ্টকর। ইমান মালিক (র)-এর মতে যদি টিড্ডির মাথা পৃথক করা যায়, তাহলে তা হালাল হবে, নতুবা হালাল হবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান