মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৩৯৫
প্রত্যেক থাবা ও নখ দ্বারা আক্রমণকারী পশু খাওয়া হারাম।
হাদীস নং- ৩৯৫

হযরত ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত নবী করীম (ﷺ) খায়বরের যুদ্ধের দিন থাবা বা নখ দ্বারা শিকারকারী কোন পাখি খেতে নিষেধ করেছেন।
عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ أَكْلِ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ»

হাদীসের ব্যাখ্যা:

বায, শাহীন, শকুন, চিল প্রভৃতি নখ দ্বারা শিকারকারী পাখি। এগুলো এ হাদীস দ্বারা হারাম সাব্যস্ত করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৯৫ | মুসলিম বাংলা