মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৯১
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উম্মতের ফীলত
হাদীস নং- ৩৯১
হযরত আবু বুরদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মত হলো উম্মতে মরহুমা, তাদের আযাব ও শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। অন্য এক রিওয়ায়েতে "بالقتل" শব্দ অতিরিক্ত রয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ড, ফিতনা-ফাসাদ ইত্যাদি থাকবে।
হযরত আবু বুরদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মত হলো উম্মতে মরহুমা, তাদের আযাব ও শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। অন্য এক রিওয়ায়েতে "بالقتل" শব্দ অতিরিক্ত রয়েছে। অর্থাৎ হত্যাকাণ্ড, ফিতনা-ফাসাদ ইত্যাদি থাকবে।
عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أُمَّتِي أُمَّةٌ مَرْحُومَةٌ عَذَابُهَا بِأَيْدِيهَا فِي الدُّنْيَا» .
زَادَ فِي الرِّاوَيَةِ: «بِالْقَتْلِ»
زَادَ فِي الرِّاوَيَةِ: «بِالْقَتْلِ»
হাদীসের ব্যাখ্যা:
আবু দাউদ, বায়হাকী, হাকিম, তিবরানী, আবু মূসা (রা) থেকে বর্ণনা করেন :
أمتي مرحومة ليس عليها عذاب في الآخرة إنما عذابها في الدنيا الفتن والزلازل والقتل والبلايا
“আমার উম্মত হলো উম্মতে মরহুমা। তাদের উপর পরকালে আযাব হবে না। অবশ্য তাদের আযাব হলো দুনিয়াতে ফিতনা, কম্পন, হত্যাকাণ্ড এবং বিভিন্ন প্রকার বিপদ-আপদ।"
أمتي مرحومة ليس عليها عذاب في الآخرة إنما عذابها في الدنيا الفتن والزلازل والقتل والبلايا
“আমার উম্মত হলো উম্মতে মরহুমা। তাদের উপর পরকালে আযাব হবে না। অবশ্য তাদের আযাব হলো দুনিয়াতে ফিতনা, কম্পন, হত্যাকাণ্ড এবং বিভিন্ন প্রকার বিপদ-আপদ।"
