মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৬৫
হযরত আবু বকর (রাযিঃ) ও হযরত উমর (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৬৫
হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পর তোমরা হযরত আবু বকর (রাযিঃ) ও হযরত উমর (রাযিঃ)-এর অনুসরণ আনুগত্য কর।
হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পর তোমরা হযরত আবু বকর (রাযিঃ) ও হযরত উমর (রাযিঃ)-এর অনুসরণ আনুগত্য কর।
عَنْ سَلَمَةَ عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اقْتَدُوا بِاللَّذِينَ مِنْ بَعْدِي: أَبُو بَكْرٍ وَعُمَرُ "
হাদীসের ব্যাখ্যা:
অন্য এক হাদীসে বর্ণিত আছে, আঁ হযরত (সা) খুলাফায়ে রাশেদার চারজন খলীফার অনুসরণের জন্য জোর দিয়েছেন এবং বলেছেন বাধ্যতামূলকভাবে খুলাফায়ে রাশেদীনের অনুসরণ কর। অন্য এক হাদীসে আছে, তিনি বলেছেন: আমার সাহাবীগণ তারকার মত, এদের মধ্যে তোমরা যার অনুসরণ করবে, হিদায়ত লাভ করবে। কিন্তু এখানে দুই বুযর্গকে এ বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা গৌরব দান করেছেন যে, তাঁদের অনুসরণের উপর জোর দিয়েছেন। কেননা এ দুইজন সাহাবীর ব্যক্তিত্ব ও সম্মান মূলত সবার চেয়ে বেশি। খুলাফায়ে রাশেদার আঁ হযরত (সা)-এর থেকে যে বৈশিষ্ট্য লাভের সৌভাগ্য অর্জিত হয়েছিল, এঁদের মধ্যে এ দুই বুযর্গ সর্বাধিক সম্মানিত ছিলেন।
