মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৬০
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৬০

হযরত মাসরুক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি বলেন, তোমরা কি কুরআন পাঠ করনি?
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «أَمَا تَقْرَأُ الْقُرْآنَ؟ !»

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসে হযরত আয়েশা (রা) প্রশ্নের দ্বারা এটা অবহিত করতে চেয়েছেন যে, পবিত্র কুরআন আঁ হযরত (সা)-এর উত্তম অভ্যাস ও পুত-চরিত্রের সঠিক ব্যাখ্যা করে থাকে এবং তাঁর চারিত্রিক জীবন ও সীরাতে পাকের অত্যন্ত সুস্পষ্ট চিত্র পেশ করে থাকে। অথবা এটাও বলা যায় যে,আঁ হযরত (সা) স্বীয় পুত-চরিত্র পসন্দনীয় অত্যাস ও মনোনীত আমলের দ্বারা কুরআন কারীমের সঠিক ব্যাখ্যা পেশ করেছেন। সুতরাং যে তাঁর চরিত্র সম্পর্কে অজ্ঞ, সে মূলত কুরআন মজীন সম্পর্কে অজ্ঞ। বস্তুত এক কুরআন ছিল লিপিবদ্ধ এবং দ্বিতীয় কুরআন হলো স্বয়ং হুযুর (সা)-এর পুত-চরিত্র।
tahqiqতাহকীক:তাহকীক চলমান