মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৫৯
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৯

হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, আমি কোন খায্ (উল এবং রেশমের তৈরী এক প্রকার কাপড়) অথবা রেশম স্পর্শ করিনি যা রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র হাত থেকে অধিক নরম ও কোমল।
অন্য এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ)-কে কেউ কখনো দেখেনি যে, তিনি একত্রে উপবিষ্ট সাথীদের থেকে হাঁটু সামনে দিয়ে আগে বসেছেন।
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا مَسَسْتُ بِيَدِي خَزًّا وَلَا حَرِيرًا أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَفِي رِوَايَةٍ:«مَا رُؤِيَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادًّا رُكْبَتَيْهِ بَيْنَ جَلِيسٍ لَهُ قَطُّ»

হাদীসের ব্যাখ্যা:

তিরমিযী শরীফে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে, যখন নবী করীম (সা) কারো সাথে মুসাফাহা করতেন এ সময় যতক্ষণ পর্যন্ত ঐ ব্যক্তি স্বীয় হাত টেনে না নিতেন,ততক্ষণ তিনি স্বীয় পবিত্র হাত তার হাত থেকে বের করতেন না। এমনিভাবে তার থেকে মুখ ফিরাতেন না যতক্ষণ পর্যন্ত ঐ ব্যক্তি নিজে মুখ ফিরিয়ে চলে না যেতেন এবং উপবিষ্ট সাথীদের সামনে হাঁটু ছড়িয়ে বসতেন না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৫৯ | মুসলিম বাংলা