মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৫৮
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৮

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ)-এর নিকট আমার কিছু পাওনা ছিল। তিনি তা আদায় করেন এবং আমাকে আরো কিছু অতিরিক্ত প্রদান করেন।
عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ لِي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ فَقَضَانِي، وَزَادَنِي»

হাদীসের ব্যাখ্যা:

আঁ হযরত (সা)-এর পক্ষ থেকে এ অতিরিক্ত ছিল সাহায্য ও অনুগ্রহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৫৮ | মুসলিম বাংলা