মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৫৭
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৭

হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রাতে যখন মসজিদে গমন করতেন, তখন পবিত্র সুগন্ধি দ্বারা তাঁকে চেনা যেত।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْرَفُ بِاللَّيْلِ إِذَا أَقْبَلَ إِلَى الْمَسْجِدِ بِرِيحِ الطِّيبِ»

হাদীসের ব্যাখ্যা:

আঁ হযরত (সা) সুগন্ধি অত্যন্ত পসন্দ করতেন, তাই ব্যবহারও করতেন বেশি। এমন কি যখন তিনি রাস্তা নিয়ে গমন করতেন, তখন বাতাস সুগন্ধিতে ভরে যেত এবং চারিদিকে তা ছড়িয়ে পড়ত।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৫৭ | মুসলিম বাংলা