মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৪০
দরের উপর দর করা নিষিদ্ধ
হাদীস নং- ৩৪০
হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহর উপর ভরসা করে ক্রয় কর। সাহাবায়ে কিরাম আরয করলেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে ? তখন তিনি বলেন: (এটা হলো এই যে,) তোমরা বলে থাক, আমরা আমাদের নগদ মাল ধারা বা গনীমতের মাল পাওয়া পর্যন্ত ক্রয় করছি।
হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহর উপর ভরসা করে ক্রয় কর। সাহাবায়ে কিরাম আরয করলেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে ? তখন তিনি বলেন: (এটা হলো এই যে,) তোমরা বলে থাক, আমরা আমাদের নগদ মাল ধারা বা গনীমতের মাল পাওয়া পর্যন্ত ক্রয় করছি।
عَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: " اشْتَرُوا عَلَى اللَّهِ، قَالُوا: وَكَيْفَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: يَقُولُونَ: بِعْنَا إِلَى مَقَاسِمِنَا وَمَغانِمِنَا "
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম (সা)-এর বাণীর উদ্দেশ্য হলো এই যে, আল্লাহর উপর ভরসা করে ক্রয় কর। সন্দেহযুক্ত ও অনিশ্চিত অবস্থা ও ঘটনার সাথে ঝুলন্ত রেখ না। যেমন বলা যায়, বখশীস,দান অথবা বন্টন হওয়ার পর অথবা গনীমতের মাল আদায়ের পর। কেননা এটা অজ্ঞাত বস্তুর বিক্রি করার ন্যায় হয়ে যায়, যা শরীয়তে জায়েয নয়।
