মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৩৭
ফল লাল অথবা হলুদ হওয়ার পূর্বে ক্রয় করা নিষিদ্ধ
হাদীস নং- ৩৩৭

হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : যখন তারকা (সুরাইয়া) উদিত হয়, তখন ফলের উপর থেকে বিপদ দূরীভূত হয়ে যায়।
عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا طَلَعَ النَّجْمُ رُفِعَتِ الْعَاهَاتُ»

হাদীসের ব্যাখ্যা:

হিজায নগরীতে গ্রীষ্মকালের প্রারম্ভে সুরাইয়া নামক তারকা ফজর নামাযের সাথে সাথে উদিত হয়, এটা যেন ফলের উপর বিপদ দূরীভূত হওয়ার একটি বার্তা এবং ফলসমূহ পূর্ণতালাভের প্রধান লক্ষণ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৩৭ | মুসলিম বাংলা