মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৩৬
ক্রয়-বিক্রয়ের বিধান
ফল লাল অথবা হলুদ হওয়ার পূর্বে ক্রয় করা নিষিদ্ধ
হাদীস নং- ৩৩৬

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ফল পুষ্ট হওয়া পাকার পূর্বে বিক্রি করা থেকে নিষেধ করেছেন।
كتاب البيوع
عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّخْلِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ বৃক্ষের উপরে কাঁচা অবস্থায় খেজুর বিক্রি করা জায়েয নয়। যদি খাবার উপযুক্ত হওয়ার পর বৃক্ষ থেকে কর্তন করে বিক্রি করা হয়, তা হলে কোন অসুবিধা নেই। কেননা ফল পূর্ণতাপ্রাপ্ত এবং পাকার পূর্বে ক্রয় করলে এক পক্ষ ক্ষতিগস্ত হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান