মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩৩৪
মুযাবানা ও মুহাকালা পদ্ধতিতে বিক্রি নিষিদ্ধ
হাদীস নং- ৩৩৪

হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) মুযাবানা ও মুহাকালা (পদ্ধতিতে) বিক্রয়ে নিষেধ করেছেন।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، «عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنِ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ»

হাদীসের ব্যাখ্যা:

মুযাবানা বিক্রয় হলো এই যে, কোন প্রকার ওজন ছাড়া বৃক্ষের উপর ভিজা খেজুর শুকনা খেজুরের পরিবর্তে বিক্রি করা। অথবা আঙ্গুর কোন বলদের উপর বোঝাই করে ভিজা বা কাঁচা আঙ্গুর শুকনা আঙ্গুরের পরিবর্তে বিক্রি করা। উভয় পদ্ধতির ক্রয়-বিক্রয় উল্লেখিত মূলনীতির দৃষ্টিকোণ থেকে অবৈধ। কেননা এখানে বিক্রিত দ্রব্য অজ্ঞাত এবং এতে প্রতারণার আশংকা। রয়েছে। বিক্রয়ের এ পদ্ধতি যেহেতু আইয়্যামে জাহেলিয়াতে প্রচলিত ছিল, তাই এগুলো পৃথকভাবে বিশেষ করে বর্ণনা করা হয়েছে এবং এগুলো হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বাক্যের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে- যাতে কোন সন্দেহ বাকী না থাকে, প্রত্যেক শিক্ষিত-অশিক্ষিত সবাই উপলব্ধি করতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৩৪ | মুসলিম বাংলা