মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৩৩
প্রতারণার সাথে বিক্রির নিষেধাজ্ঞা
হাদীস নং-৩৩৩
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রতারণামূলক বিক্রি থেকে নিষেধ করেছেন।
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রতারণামূলক বিক্রি থেকে নিষেধ করেছেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْغَرَرِ»
হাদীসের ব্যাখ্যা:
ইমাম নববী বলেন, ক্রয়-বিক্রয় অধ্যায়ের মধ্যে এ হাদীস একটি মূলনীতির মর্যাদা রাখে। তাই মুসলিম শরীফ এ হাদীস প্রারম্ভে লিপিবদ্ধ করেছে এবং এ হাদীসের উপর অনেক মাসয়ালা নির্ভর করে। এ হাদীস হালাল-হারামের একটি সামগ্রিক মূলনীতি এবং বৈধ-অবৈধ ক্রয়-বিক্রয়ের মধ্যে একটি সীমারেখা অঙ্কন করেছে। যে সমস্ত ক্রয়-বিক্রয়ের মধ্যে প্রতারণা করা হয়, তা সম্পূর্ণ হারাম এবং যাতে এরূপ না হয়, তা হালাল। অথবা এটাও বলা যায় যে, এ হাদীস এমন একটি কষ্টিপাথর অথবা মানদণ্ড, যার দ্বারা ক্রয়-বিক্রয়ের বৈধ-অবৈধ যে কোন পরীক্ষা করা যায়। যেমন পলায়ণকারী গোলামের বিক্রয়, অবর্তমান ও বর্তমান বস্তুর বিক্রয়, অজ্ঞাত বস্তুর বিক্রয় অথবা এরূপ বস্তু বিক্রয় করা যা হস্তান্তর করা অসম্ভব। অথবা যার উপর বিক্রেতার সম্পূর্ণ অধিকার নেই। অথবা পানির মাছ ক্রয়-বিক্রয় করা, অথবা পশুর স্তনের দুধ ক্রয়-বিক্রয় করা, অথবা পশুর পেটের বাচ্চা বিক্রয় করা, অথবা এটা বলে বিক্রয় করা যে, এ সমস্ত বকরীর মধ্যে যে কোন বকরী বিক্রি করব অথবা কাপড়সমূহের মধ্যে কোন একটি কাপড় বিক্রি করব। এ সমস্ত পদ্ধতি উল্লিখিত মূলনীতির আলোকে অবৈধ।
