মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩৩১
একটির পরিবর্তে দু'টি গোলাম ক্রয় করা
হাদীস নং- ৩৩১
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একটি গোলামের পরিবর্তে দুটি গোলাম ক্রয় করেছেন।
হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একটি গোলামের পরিবর্তে দুটি গোলাম ক্রয় করেছেন।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى عَبْدَيْنِ بِعَبْدٍ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ এ ক্রয়-বিক্রয় নগদ হয়েছে, না ধারে এবং অঙ্গিকারের উপর। এটা মূলত, একই বস্তুর মধ্যে হওয়ায় অতিরিক্ত জায়েয। কেননা এখানে দু'টি বদলকৃত একই বস্তু এবং এগুলোর পরিমাণ নেই। গোলাম পরিমাপ করা যায় না, আবার ওজন করাও যায় না। এটা পূর্বে বর্ণিত পদ্ধতি যাতে রিবাল ফদল জায়েয এবং নাসিয়া (نسيه) হারাম।
