মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৬. জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩২৪
এক-পঞ্চমাংশ বন্টন করার পূর্বে বিক্রি করা নিষিদ্ধ
হাদীস নং- ৩২৪

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বদর যুদ্ধে প্রাপ্ত গনীমতের কোন মাল বন্টন করেননি, তবে মদীনা গমনের পর (বন্টন করেছেন)।
عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُقَسِّمْ شَيْئًا مِنْ غَنَائِمِ بَدْرٍ إِلَّا بَعْدَ مَقْدِمِهِ لِلْمَدِينَةِ»

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আ'যম আবু হানীফা (র)-এর মতে গনীমতের মালের বন্টন কোন প্রয়োজন ছাড়া দারুল হরবের মধ্যে করা জায়েয নয়। ইমাম শাফিঈ ও মালিক (র)-এর মতে জায়েয আছে। উভয়ের মধ্যে মতানৈক্য এ কারণে যে, ইমাম আবূ হানীফা (র)-এর মতে গনীমতের মালের মধ্যে অংশগ্রহণকারীর মালিকানা প্রতিষ্ঠিত হয় না। যতক্ষণ তিনি দারুণ ইসলামে নিরাপদে না পৌছবেন, আর এ দু'জন ইমামের মত প্রতিষ্ঠিত হয়ে যায়। এ নীতির ফলেই এ সমস্ত বুযুর্গের মধ্যে অনেক মাসয়ালায় মতপার্থক্য সৃষ্টি হয়েছে।