মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৬. জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩২৩
এক-পঞ্চমাংশ বন্টন করার পূর্বে বিক্রি করা নিষিদ্ধ
হাদীস নং- ৩২৩

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, খায়বরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) গনীমতের মাল বন্টনের পূর্বে এক-পঞ্চমাংশ বিক্রি করা থেকে নিষেধ করেছেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ أَنْ يُبَاعَ الْخُمْسُ حَتَّى يُقَسَّمَ»

হাদীসের ব্যাখ্যা:

গনীমতের মাল বন্টনের পূর্বে কোন অংশ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কেননা বন্টনের পূর্বে কেউ মালিক হয় না এবং যখন মালিকানা প্রমাণিত হয়নি, তখন বিক্রিও জায়েয নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩২৩ | মুসলিম বাংলা