মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ২৯৫
মৃত স্বামীর স্ত্রীর ইদ্দত
হাদীস নং- ২৯৫
আসওয়াদ থেকে বর্ণিত, হারিস আসলামিয়্যার কন্যা সুবায়'আ (রাযিঃ)-এর স্বামী মৃত্যুবরণ করেন। পঁচিশ দিন পর তিনি এক সন্তান প্রসব করেন। ঘটনাক্রমে আবু সানাবিল ইব্ন বা’কাক তার নিকট আগমণ করেন এবং অবস্থা প্রত্যক্ষ করে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বিবাহের সংকল্প করেছ ? না, তা কখনো হবে না। আল্লাহর শপথ! তোমার ইদ্দত অনেক দীর্ঘ (অর্থাৎ ইদ্দত পূর্ণ করতে হবে। যদি গর্ভবতীর স্বামী মৃত্যুবরণ করে এবং চার মাস দশ দিনের পূর্বে সে সন্তান প্রসব করে, তাহলে তার ইদ্দত চার মাস দশ দিন পূর্ণ করতে হবে। যদি এ সময় অতিবাহিত হওয়ার মধ্যে সন্তান প্রসব না করে, তাহলে তার ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত পালন করতে হবে)।
সুরায়'আ এটা শুনে নবী করীম (ﷺ)-এর নিকট আগমণ করে তাঁর নিকট বিষয়টি খুলে বললেন। তিনি শুনে বললেন; ঐ ব্যক্তি ভুল করেছে। যখন সে পুনরায় আগমণ করে তখন আমাকে সংবাদ দিবে (যাতে আমি তাকে এ ব্যাপারে সঠিক বিধানটি অবহিত করতে পারি)।
আসওয়াদ থেকে বর্ণিত, হারিস আসলামিয়্যার কন্যা সুবায়'আ (রাযিঃ)-এর স্বামী মৃত্যুবরণ করেন। পঁচিশ দিন পর তিনি এক সন্তান প্রসব করেন। ঘটনাক্রমে আবু সানাবিল ইব্ন বা’কাক তার নিকট আগমণ করেন এবং অবস্থা প্রত্যক্ষ করে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বিবাহের সংকল্প করেছ ? না, তা কখনো হবে না। আল্লাহর শপথ! তোমার ইদ্দত অনেক দীর্ঘ (অর্থাৎ ইদ্দত পূর্ণ করতে হবে। যদি গর্ভবতীর স্বামী মৃত্যুবরণ করে এবং চার মাস দশ দিনের পূর্বে সে সন্তান প্রসব করে, তাহলে তার ইদ্দত চার মাস দশ দিন পূর্ণ করতে হবে। যদি এ সময় অতিবাহিত হওয়ার মধ্যে সন্তান প্রসব না করে, তাহলে তার ইদ্দত সন্তান প্রসব করা পর্যন্ত পালন করতে হবে)।
সুরায়'আ এটা শুনে নবী করীম (ﷺ)-এর নিকট আগমণ করে তাঁর নিকট বিষয়টি খুলে বললেন। তিনি শুনে বললেন; ঐ ব্যক্তি ভুল করেছে। যখন সে পুনরায় আগমণ করে তখন আমাকে সংবাদ দিবে (যাতে আমি তাকে এ ব্যাপারে সঠিক বিধানটি অবহিত করতে পারি)।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ الْأَسْلَمِيَّةَ مَاتَ عَنْهَا، فَمَكَثَتْ خَمْسًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ وَضَعَتْ، فَمَرَّ بِهَا أَبُو السَّنَابِلِ ابْنُ بَعْكَكٍ، فَقَالَ: تَشَوَّفْتِ؟ تُرِيدِينَ الْبَاءَةَ؟ كَلَّا وَاللَّهِ إِنَّهُ لَأَبْعَدُ الْأَجَلَيْنِ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «كَذَبَ، إذَا حَضَرَ فآذَنِينِي»
হাদীসের ব্যাখ্যা:
কোন গর্ভবতী নারীর স্বামী মৃত্যুবরণ করলে তার ইদ্দত হলো সন্তান প্রসব করা পর্যন্ত। এ মাসআলার ব্যাপারে চার ইমামের ঐকমত্য রয়েছে। শুধু হযরত আলী (রা) থেকে একটি মুনকাতি (منقطع) বর্ণনা এর বিপরীতে রয়েছে এবং হযরত ইব্ন আব্বাস (রা) থেকে সহীহ হাদীস রয়েছে। কিন্তু তাঁরা তাঁদের ধারণা ও নীতি থেকে মত পরিবর্তন করেছেন। যেমন ইব্ন আবদুল বার (র) এ বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। অবশ্য আলিমদের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে যে, একজন নারী নিফাস বন্ধ হওয়ার পূর্বে বিবাহ করতে পারবে কিনা ? মুসলিম ও নাসাঈ শরীফের রিওয়ায়েতের মাধ্যমে প্রতীয়মান হয় যে, জমহুর (সম্মিলিত) উলামায়ে কিরামের মতে সে বিবাহ করতে পারবে। তবে নিফাস বন্ধ হওয়ার আগে দৈহিক মিলন থেকে বিরত থাকবে।
