আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়

হাদীস নং: ৫৩০৬
আন্তর্জাতিক নং: ৫৭১৫
৩০২৪. উযরা-আলাজিহ্বা যন্ত্রণা রোগের বর্ণনা
৫৩০৬। আবুল ইয়ামান (রাহঃ) ......... ‘উবাইদুল্লাহ ইবনে ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। আসাদ গোত্রের অর্থাৎ আসাদ খুযায়মা গোত্রের উম্মে কায়স বিনতে মিহসান আসাদিয়া (রাযিঃ) ছিলেন প্রথম যুগের হিজরতকারিনীদের অন্তর্ভুক্ত। যারা নবী করীম (ﷺ) -এর নিকট বায়‘আত গ্রহণ করেছিলেন। আর তিনি ছিলেন উককাশা (রাযিঃ) -এর বোন। তিনি বলেছেন যে, তিনি তার এক ছেলেকে নিয়ে নবী করীম (ﷺ) এর নিকট এসেছিলেন। ছেলেটির আলাজিহ্বা ফোলার কারণে তিনি তা দাবিয়ে দিয়েছিলেন। তখন নবী করীম (ﷺ) বললেনঃ তোমরা এ সকল ব্যাধি দমানে তোমাদের সন্তানদের কেন কষ্ট দিয়ে থাক? তোমরা এই ভারতীয় চন্দন কাঠ সংগ্রহ করে রেখে দিও। কেননা এতে সাত রকমের চিকিৎসা আছে, তন্মধ্যে একটি হল পাঁজর ব্যথা। কথাটির দ্বারা তাঁর উদ্দেশ্য হল কোস্ত। আর কোস্ত হল হিন্দী চন্দন কাঠ।
ইউনুস ও ইসহাক ইবনে রাশিদ-যুহরী থেকে ‘عَلَّقَتْ عَلَيْهِ’ শব্দে বর্ণনা করেছেন।
باب الْعُذْرَةِ
5715 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ [ص:128] الأَسَدِيَّةَ، أَسَدَ خُزَيْمَةَ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ أُخْتُ عُكَاشَةَ، أَخْبَرَتْهُ: أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنٍ لَهَا قَدْ أَعْلَقَتْ عَلَيْهِ مِنَ العُذْرَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى مَا تَدْغَرْنَ أَوْلاَدَكُنَّ بِهَذَا الْعِلاَقِ، عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ، مِنْهَا ذَاتُ الجَنْبِ» يُرِيدُ الكُسْتَ، وَهُوَ العُودُ الهِنْدِيُّ، وَقَالَ يُونُسُ، وَإِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ: «عَلَّقَتْ عَلَيْهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৩০৬ | মুসলিম বাংলা