মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৫৬
নবী (ﷺ)-এর রওযা শরীফের যিয়ারতের বর্ণনা
হাদীস নং-২৫৬
হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : সুন্নত তরীকা হলো এই
যে, কিবলার দিক থেকে নবী করীম (ﷺ)-এর পবিত্র রওযায় আগমণ করবে। কিবলাহর দিকে পিঠ এবং রওযার দিকে মুখ থাকবে। এরপর বলবে :
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
“হে নবী (ﷺ) ! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত (বর্ষিত হোক)।”
হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : সুন্নত তরীকা হলো এই
যে, কিবলার দিক থেকে নবী করীম (ﷺ)-এর পবিত্র রওযায় আগমণ করবে। কিবলাহর দিকে পিঠ এবং রওযার দিকে মুখ থাকবে। এরপর বলবে :
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
“হে নবী (ﷺ) ! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত (বর্ষিত হোক)।”
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " مِنَ السُّنَّةِ أَنْ تَأْتِيَ قَبْرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ، وَتَجْعَلَ ظَهْرَكَ إِلَى الْقِبْلَةِ، وَتَسْتَقْبِلَ الْقَبْرَ لِوَجْهِكَ، ثُمَّ تَقُولَ: السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ "
হাদীসের ব্যাখ্যা:
মুয়াত্তা ইমাম মুহাম্মদে আবদুল্লাহ ইবনে দীনার (রা) থেকে বর্ণিত আছে, হযরত ইবনে উমর (রা) যখন সফরে গমনের ইচ্ছা করতেন অথবা সফর থেকে ফিরে আসতেন, তখন নবী করীম (সা)-এর রওযায় আগমণ করতেন। তাঁর উপর দরূদ পাঠ করতেন, দু'আ করতেন অতঃপর ফিরে যেতেন।
