মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪৭
হজ্ব - উমরার অধ্যায়
মাগরীব ও ঈশা একত্রে আদায় প্রসঙ্গে
হাদীস নং-২৪৭

হযরত আবু আউইব (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বিদায় হজ্জে মুযদালিফায় মাগরিব ও ইশা (একত্রে) পড়েছি।
كتاب الحج
عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ وَالْعِشَاءَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْمُزْدَلِفَةِ»

হাদীসের ব্যাখ্যা:

বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ এবং ইমাম মুহাম্মদ (র)-এর মুয়াত্তা নামক গ্রন্থে এই হাদীস একই সনদে বর্ণিত আছে, তাবরানী নামক গ্রন্থে জাবির জুফী এবং মুহাম্মদ ইবনে আবী লায়লা (র)-এর সূত্রে এই হাদীস একই সনদে বর্ণিত আছে। তবে এতে باقامة واحدة শব্দ অতিরিক্ত রয়েছে যা হানাফী মাযহাবের পক্ষ সমর্থন করে। কেননা নির্ভরযোগ্য (ثقة) বর্ণনাকারীর অতিরিক্ত (زيادتى) বর্ণনা গ্রহণযোগ্য। জাবির জু'ফীর মধ্যে যদিও দুর্বলতা রয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে আবী লায়লা (র)-এর সাথে সংযুক্ত হওয়ায় তাঁর দুর্বলতা দূরীভূত হয়ে গিয়েছে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)