মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪০
ইহরামরত ব্যক্তির শিংগা লাগানো
হাদীস নং-২৪০

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছেন।
باب حجامة المحرم
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ، وَهُوَ مُحْرِمٌ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ইহরাম অবস্থায় শিংগা লাগানো জায়েয আছে। এই মাসয়ালার মূল ভিত্তি হলো পবিত্র কুরআনের আয়াতঃ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ অর্থাৎ যেন এটা ওজর বা অসুস্থতার কারণেই জায়েয হয়েছে কিন্তু এর উপর ফিদয়া দেওয়া ওয়াজিব।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৪০ | মুসলিম বাংলা