মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২২৮
মুহরিম ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার
হাদীস নং-২২৮

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাম আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবাদের নির্দেশ প্রদান করেন যেন তারা হজ্জের ইহরাম থেকে হালাল হয়ে যায় এবং হজ্জের পরিবর্তে উমরা আদায় করে।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يُحِلُّوا مِنْ إِحْرَامِهِمْ بِالْحَجِّ، وَيَجْعَلُوهَا عُمْرَةً»

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের দ্বারা প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরাম (রা) হজ্জের নিয়্যত করেছিলেন এবং হুযূর (সা) তাঁদেরকে উমরার মাধ্যমে হজ্জ থেকে হালাল করে দেন। অর্থাৎ তাঁরা তাওয়াফ ও সাঈ করার পর হালাল হয়ে যান।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন