মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৬. রোযার অধ্যায়

হাদীস নং: ২১০
অপবিত্র অবস্থায় রোযা পালনকারীর ভোর হওয়া
২১০। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) ফজর নামাযের জন্য এ অবস্থায় গমন করতেন যে, স্ত্রী সহবাসের পর অপবিত্রতা হতে গোসল করার কারণে তাঁর পবিত্র মাথা থেকে পানির ফোঁটা পড়ত। অতঃপর তিনি সারা দিন রোযা রাখতেন।
عَنْ حَمَّادِ ابْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ إِلَى صَلَاةِ الْفَجْرِ، وَرَأْسُهُ يَقْطُرُ مِنْ غُسْلِ جَنَابَةٍ وَجِمَاعٍ ثُمَّ يَظَلُّ صَائِمًا

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসের দ্বারাও একই মাসয়ালার দিকে ইঙ্গিত করা হয়েছে যে, অপবিত্রতা রোয়াকে ফাসেদ করে না। جماع শব্দের সংযোজন দ্বারা এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে, শয়তানের কুপ্রভাবের কারণে স্বপ্নদোষের দ্বারা মানুষ অপবিত্র হয়ে থাকে। কিন্তু হুযূর (সা)-এর পবিত্র সত্তা শয়তানের কুপ্রভাব থেকে মুক্ত ও পবিত্র ছিল। তাই স্বপ্নদোষের দ্বারা অপবিত্র হওয়া থেকে হুযূর (সা) পবিত্র ছিলেন।