মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৫. যাকাত অধ্যায়

হাদীস নং: ১৯৯
প্রত্যেক সৎকাজ সদকা
১৯৯। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেকটি সৎকাজ যা তোমরা ধনী ও দরিদ্রদের প্রতি করে থাকো, তা সদকা হিসেবে গণ্য হবে।
عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَعْرُوفٍ فَعَلْتَهُ إِلَى غَنِيٍّ وَفَقِيرٍ صَدَقَةٌ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস একই বাক্য অথবা দুই-এক শব্দ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন হাদীসের সহীহ কিতাবে বর্ণিত আছে। তিবরানী হযরত ইবনে মাসউদ (রা) বর্ণিত হাদীসে فعلته এর পরিবর্তে صنعته শব্দ রয়েছে। হাকেমে হযরত জাবির (রা) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, মুসলমান নিজের জন্য যা ব্যয় করে অথবা পরিবারবর্গের জন্য অথবা এরদ্বারা স্বীয় ইয্যত-সম্মান রক্ষা করে, তা সদকার মধ্যে লিপিবদ্ধ করা হয়।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৯৯ | মুসলিম বাংলা