মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৮২
কা'বা ঘরে দু'রাকাআত সুন্নত পড়া সম্পর্কে
১৮২। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন: আমি হযরত বিলাল (রাযিঃ)-এর নিকট জানতে চাই যে, (মক্কা বিজয়ের দিন) রাসূলুল্লাহ্ (ﷺ) কা'বা ঘরে কোথায় এবং কত রাকাআত নামায আদায় করেছেন? তিনি বলেনঃ দরওয়াজার নিকট এই দু'টি স্তম্ভের নিকট দু'রাকাআত নামায পড়েছেন। ঐ সময় কা'বা ঘরে ছ'টি স্তম্ভ ছিল।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَأَلْتُ بِلَالًا، أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ؟ وَكَمْ صَلَّى؟ قَالَ: «صَلَّى رَكْعَتَيْنِ مِمَّا يَلِي الْعَمُودَيْنِ اللَّتَيْنِ تَلِيَانِ بَابَ الْكَعْبَةِ، وَالْبَيْتُ إذَ ذَاكَ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ»

হাদীসের ব্যাখ্যা:

এটা মক্কা বিজয়ের দিনের ঘটনা। কেননা নবী করীম (সা) যখন কাবা শরীফে প্রবেশ করেন, তখন তাঁর সাথে হযরত উসামা (রা), হযরত বিলাল (রা) এবং হযরত উসমান ইবনে তালহা (রা) ছিলেন, তখন দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। হযরত ইবনে উমর (রা) হযূর (সা)-এর সাথে ছিলেন। তাই যখন তিনি বাইরে আগমণ করেন, তখন হযরত ইবনে উমর (রা) হযরত বিলাল (রা) এর নিকট রাসূলুল্লাহ (সা)-এর নামাযের সম্পর্কে জিজ্ঞাসা করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৮২ | মুসলিম বাংলা