মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৮০
যোহরের নামাযে র পর দু'রাকাআত সুন্নত আদায়ের বর্ণনা
১৮০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) যোহর নামাযের
(ফরযের) পর দু'রাকাআত সুন্নত নামায আদায় করতেন।
عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ يُصَلِّي بَعْدَ الظُّهْرِ رَكْعَتَيْنِ»

হাদীসের ব্যাখ্যা:

অনেক সহীহ হাদীস দ্বারা এটা প্রমাণিত যে, হুযূর (সা) যোহরের নামাযের পর উক্ত দু'রাকাআত অব্যাহতভাবে আদায় করতেন। তাই এই দু'রাকাআত সুন্নতে মুয়াক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।