মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৭৬
ফজরের সুন্নত
১৭৬। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন : আমি নবী করীম (ﷺ)-কে দেখেছি, তিনি চল্লিশ দিন অথবা এক মাস পর্যন্ত ফজর নামাযের দু'রাকাআত সুন্নত قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এবং قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ তিলাওয়াত করেছেন।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ يَوْمًا، أَوْ شَهْرًا، فَسَمِعْتُهُ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ হাদীসে এভাবে বর্ণিত আছে। আবু দাউদ শরীফে হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, হুযুর (সা) ফজর নামাযের সুন্নাতের প্রথম রাকাআতে امنا بالله وما انزل علينا এবং দ্বিতীয় রাকাআতে امنا بالله واشهد بانا مسلمين তিলাওয়াত করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৭৬ | মুসলিম বাংলা