মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৭১
নামায অধ্যায়
ইতিকাফের বর্ণনা
১৭১। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, যখন পবিত্র মাহে রমযান শুরু হতো তখন নবী করীম (ﷺ) রাতে জাগ্রত থেকে ইবাদত করতেন, আবার কখনো নিদ্রা যেতেন। যা শেষের দশদিন আসত, তখন কোমর বেঁধে নিতেন এবং রাত্রি জাগরণ করতেন। অর্থাৎ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন।
كتاب الصلاة
عَنْ رَجُلٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ قَامَ وَنَامَ، وَإِذَا دَخَلَ الْعَشْرُ الْأَوَاخِرُ شَدَّ الْمِئْزَرَ وَأَحْيَا اللَّيْلَ»