মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১৬৩
নামাযে কথাবার্তা বলা নিষিদ্ধ
১৬৩। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) রাতে নামায আদায় করতেন এবং আমি তাঁর পাশে এই অবস্থায় শুয়ে থাকতাম যে, কাপড়ের একটি অংশ আমার উপর পড়ে থাকত।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَأَنَا نَائِمَةٌ إِلَى جَنْبِهِ، وَجَانِبُ الثَّوْبِ وَاقِعٌ عَلَيَّ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস বুখারী ও মুসলিম শরীফে এভাবে বর্ণিত আছে যে, নবী করীম (সা) রাতে নামায আদায় করতেন। হযরত আয়েশা (রা) বলেন, এই সময় আমি হুযুর (সা) এবং কিবলার মধ্যে জানাযার মত শুয়ে থাকতাম। এরদ্বারা প্রতীয়মান হয় যে, হযরত আয়েশা (রা) হুযূর (সা)-এর সামনে শুয়েছিলেন। কিন্তু উপরে বর্ণিত হাদীসে (পাশে) শব্দের উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে শব্দের অর্থ সামনে গ্রহণ করা হলে সমস্ত রিওয়ায়েতের একই অর্থ হতে পারে। অথবা এর প্রকৃত অর্থ গ্রহণ করা যেতে পারে যে, হযরত আয়েশা (রা) রাসূলুল্লাহ (সা)-এর ডান অথবা বাঁ পাশে শায়িত ছিলেন।
এই মাসয়ালার দৃষ্টিকোণ থেকে হাদীসের ব্যাখ্যা পরবর্তীতে বর্ণনা করা হবে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১৬৩ | মুসলিম বাংলা