আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬২- চিকিৎসা - তদবীরের অধ্যায়

হাদীস নং: ৫২৯৪
আন্তর্জাতিক নং: ৫৬৯৭
৩০১৪. রোগ নিরাময়ের জন্য শিঙ্গা লাগানো
৫২৯৪। সাঈদ ইবনে তালীদ (রাহঃ) .... আসিম ইবনে উমর ইবনে কাতাদা থেকে বর্ণিত যে, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বললেনঃ আমি সরবো না, যতক্ষ না তাকে শিঙ্গা লাগানো হয়। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছিঃ নিশ্চয় এর (শিঙ্গার) মধ্যে রয়েছে নিরাময়।
بَابُ الْحِجَامَةِ مِنَ الدَّاءِ
5697 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، وَغَيْرُهُ: أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ: أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، حَدَّثَهُ: أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: عَادَ المُقَنَّعَ ثُمَّ قَالَ: لاَ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ فِيهِ شِفَاءً»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫২৯৪ | মুসলিম বাংলা