মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১২৬
অসুস্থ ও রোগীর নামায
১২৬। দামেগানের কাযী মুহাম্মাদ ইবনে বুকাইর (রাহঃ) বলেন, আমি হযরত আবু হানীফা (রাহঃ) -এর নিকট এই বিষয় পত্র লিখি যে, যখন কোন রুগ্ন ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে, তখন সে নামাযের সময় কি করবে? তখন তিনি আমার নিকট একটি পত্র লিখেন এবং মুহাম্মাদ ইবনে মুনকাদির থেকে একটি হাদীস রিওয়ায়েত করেন যে, হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমি (একবার) অসুস্থ হয়ে পড়ি এবং নবী করীম (ﷺ) হযরত আবু বকর (রাযিঃ) ও হযরত উমর (রাযিঃ)-কে সাথে নিয়ে আমার রোগের অবস্থা দেখার জন্য আগমণ করেন। এ সময় রোগের কারণে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন নামাযের সময় হয়ে যায়। রাসূলুল্লাহ (ﷺ) তখন উযূ করেন এবং উযূর পানি আমার উপর ছিটিয়ে দেন। অতঃপর আমার জ্ঞান ফিরে আসে এবং তিনি আমাকে বলেন : জাবির ! তোমার অবস্থা কেমন? এরপর তিনি বলেলন : ইশারা করে হলেও নামায আদায় কর, যতক্ষণ শক্তি থাকে।
محمد بن بكير قاضى الدامعان قال كتبت الى ابى حنيفة فِي الْمَرِيضِ إِذَا ذَهَبَ عَقْلُهُ، كَيْفَ يَعْمَلُ بِهِ فِي وَقْتِ الصَّلَاةِ؟ فَكَتَبَ إِلَيَّ يُخْبِرْنِي: عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَرِضْتُ، فَعَادَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَقَدْ أُغْمِيَ عَلَيَّ فِي مَرَضِي، وَجَاءَتِ الصَّلَاةُ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ، فَقَالَ: " كَيْفَ أَنْتَ يَا جَابِرُ؟ ثُمَّ قَالَ: صَلِّ مَا اسْتَطَعْتَ، وَلَوْ أَنْ تُومِيَ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে প্রতীয়মান হয় যে, রুগ্ন ব্যক্তি কোন অবস্থায়ই যেন নামায পরিত্যাগ না করে। দাঁড়িয়ে হোক, বসে হোক, চিৎ হয়ে হোক অথবা মাথার ইশারায় হোক, নামায আদায় করবে। এ সম্পর্কে হযরত জাবির (রা), হযরত আলী (রা) এবং হযরত ইবনে উমর (রা) থেকে মরফূ' মওকুফ হাদীস বর্ণিত আছে যে, সামান্যতম ক্ষমতা থাকা সত্ত্বেও যেন কেউ নামায পরিত্যাগ না করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১২৬ | মুসলিম বাংলা