মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১২৪
অসুস্থ ও রোগীর নামায
১২৪। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বসে, দাঁড়িয়ে। এবং হাঁটু গেড়ে বসে নামায পড়েছেন।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى قَاعِدًا وَقَائِمًا وَمُحْتَبِيًا»

হাদীসের ব্যাখ্যা:

ওযরের কারণে ফরয অথবা নফল, যে কোন নামায উপরোক্ত নিয়মে পড়া জায়েয।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ১২৪ | মুসলিম বাংলা