মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৪. নামায অধ্যায়
হাদীস নং: ১১৭
তাশাহহুদের বর্ণনা
১১৭। হযরত বারা' (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) আমাদেরকে এমনভাবে তাশাহহুদ শিক্ষা দিতেন, যেভাবে পবিত্র কুরআনের সূরা শিক্ষা দিতেন।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ»
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, তাশাহহুদ শিক্ষা করা অতি প্রয়োজনীয় এবং নামাযের ওয়াজিবসমূহ পবিত্র কুরআন শিক্ষা ও শিক্ষাদানের মত গুরুত্ব সহকারে শিখতে হবে।
