মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ১১১
সিজদার অবস্থা সম্পর্কে বর্ণনা
১১১। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সাতটি হাড়ের উপর সিজদা করা এবং চুল ও কাপড় ধরে না রাখার জন্য আমি আদিষ্ট হয়েছি।
عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمَ، وَلَا أَكُفُّ شَعْرًا وَلَا ثَوْبًا»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসেও সিজদার বর্ণনা রয়েছে। এখানে আরো একটি মাসয়ালা বর্ণনা করা হয়েছে যে, নামাযে সিজদা করার সময় সামনে ও পিছনে চুল বা কাপড় না টানে অথবা ধরে না রাখে। জামার হাতা গুটানোও এই নির্দেশের অন্তর্ভুক্ত। কারো কারো অভ্যাস এই যে, নামাযে সিজদা করার সময় কেউ কেউ কাপড় উঠিয়ে থাকে, কখনো হাতা গুটিয়ে থাকে। এই কাজ নামাযের আদব, বিনয় এবং নম্রতার পরিপন্থী। বিনয় ও নম্রতার মধ্যেই নামাযের সৌন্দর্য নিহীত
এমন কি নামাযের সফলতা ও মূল উদ্দেশ্য অর্জন করা এই বিনয় ও নম্রতার মাধ্যমেই সম্ভব। তাই আল্লাহ পবিত্র কুরআনের বলেছেন: قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ - অর্থাৎ "নিশ্চয়ই ঐ মুমিনগণ সফলতা লাভ করেছে যারা বিনয় ও নম্রতার সাথে নামায আদায় করেছে।"